Skip to main content
বাচ্চাটার মাথা ঢাকা টুপিতে
ছোট্ট শরীরটা মোড়া সোয়েটারের মোড়কে
বাচ্চাটার চঞ্চল দু'চোখে নিয়নের আলো

মায়ের কোলে লেপটে থেকে
   ব্যস্ত শহরের দ্রষ্টা - একটা ক্ষুদ্র প্রাণ

উল্টোদিকে মুখোমুখি 
   শুকনো, উদভ্রান্ত একটা মুখ
সালোয়ার কামিজ রঙ ভুলেছে ময়লায়
শরীর জুড়ে ক্লান্তির ঝুলকালি
 
     সারামুখ জোড়া অন্যমনস্কতা- একা

বাচ্চাটার চোখে পড়ল চোখ
   মুখে ফুটল অনাবিস্কৃত হাসি
 
     নিয়নের আলোয় চমকে উঠল চোখ

Category