সৌরভ ভট্টাচার্য
19 January 2016
বাচ্চাটার মাথা ঢাকা টুপিতে
ছোট্ট শরীরটা মোড়া সোয়েটারের মোড়কে
বাচ্চাটার চঞ্চল দু'চোখে নিয়নের আলো
ছোট্ট শরীরটা মোড়া সোয়েটারের মোড়কে
বাচ্চাটার চঞ্চল দু'চোখে নিয়নের আলো
মায়ের কোলে লেপটে থেকে
ব্যস্ত শহরের দ্রষ্টা - একটা ক্ষুদ্র প্রাণ
ব্যস্ত শহরের দ্রষ্টা - একটা ক্ষুদ্র প্রাণ
উল্টোদিকে মুখোমুখি
শুকনো, উদভ্রান্ত একটা মুখ
সালোয়ার কামিজ রঙ ভুলেছে ময়লায়
শরীর জুড়ে ক্লান্তির ঝুলকালি
সারামুখ জোড়া অন্যমনস্কতা- একা
শুকনো, উদভ্রান্ত একটা মুখ
সালোয়ার কামিজ রঙ ভুলেছে ময়লায়
শরীর জুড়ে ক্লান্তির ঝুলকালি
সারামুখ জোড়া অন্যমনস্কতা- একা
বাচ্চাটার চোখে পড়ল চোখ
মুখে ফুটল অনাবিস্কৃত হাসি
নিয়নের আলোয় চমকে উঠল চোখ
মুখে ফুটল অনাবিস্কৃত হাসি
নিয়নের আলোয় চমকে উঠল চোখ