সৌরভ ভট্টাচার্য
16 July 2016
আমার সব কবিতাই তোমায় নিয়ে।
যে তুমি আমার চেনা-অচেনার আলপথে
নিশ্চিন্ত আপন অস্তিত্বে।
সম্পর্কের সুনিপুণ সংজ্ঞায় না -
যে আলো জাগরণের শেষ সীমানায়
ঘুমের প্রান্তে আলোর লালিমা ছড়াতে জানে -
সে আলোর মেদুরতায় রাঙা।
বাসনা ভীরু। সংজ্ঞার আবরণে
আপন অস্তিত্বকে রাখতে চায় বাঁচিয়ে
সব আঘাত থেকে, দুরুদুরু বুকে।
ভালোবাসা পরিচয়ের সুতোয় মালা গাঁথে,
সে সুতোয় ফাঁস তৈরি করে চলে
আধো-আশা