Skip to main content
 
হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
    প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে
 
তবু আগামী প্রজন্মকে 
  অঙ্কুরোদগমেরই গল্প শুনিয়ো
         বিদায় নেওয়ার আগে
 
নইলে যে বিশ্বাসঘাতক হবে!

Category