সৌরভ ভট্টাচার্য 12 June 2016 যারা যারা, যা যা খুঁজতে এসেছিল চাইতে এসেছিল দেখতে এসেছিল তারা তারা, দল বেঁধে ফিরে গেল হয়ে গেলে - খোঁজা পাওয়া দেখা আমি তখন বোবা পর্দার মত দাঁড়িয়ে আমারই প্রেক্ষাগৃহে সাদা পর্দার মত নিজেকে নিয়ে নিজের সাথে একা Category কবিতা Log in or register to post comments4 views