সৌরভ ভট্টাচার্য
7 November 2015
না চাইতেই কি এসে পড়িনি সবার ভীড়ে
হঠাৎ করে?
না চাইতেই কি দু'হাতে পাইনি অনেক কিছু
গভীর করে?
না চাইতেই কি আচমকা এসে
অজানা বেশে হাত ধরেনি কেউ?
না চাইতেই কি জানার মধ্যে অজানা হয়ে
ছেড়ে যায়নি কেউ?
না চাইতেই কি বর্ষা পাইনি, পাইনি বসন্ত-শীত?
না চাইতেই কি ফুল পাইনি, পাইনি মধুর গীত?
না চাইতেই তো হেসেছি অনেক, কেঁদেছিও তো খুব
না চাইতেই তো হেরেছি অনেক, আবার হঠাৎ ঋণ মুকুব
না চাইতেই তো কত কি হল, কত কি গেল
তার হিসাব মেলা ভার
তাই চাওয়া-চাইর আর ধার ধারি না
'আমি আছি' - এই সার