Skip to main content


মনে কোরো না তোমায় আমি দেখতে পাচ্ছি না।
ভুলেও ভেবো না সে কথা।
ঈশ্বরও তোমায় ভুললে ভুলতে পারেন।
আমি পারি না এক দন্ডও
এমনকি তুমি লক্ষ যোজন দূরে থাকলেও।

তোমার চলার কথা ছিল আমার সাথে
আমাকে আগলে,
                  হল না।
আমি নিজেকে আগলে তোমার সাথে আছি
সে কথাকে করে আড়াল।
লজ্জা পেও না 
মাঝে মাঝে শক্তিশালী হয় সময়,
অনেক সুদৃঢ় সিদ্ধান্ত ওড়ে তুলোর মত-
                           উড়ুক।
না হয় হলই সব উল্টোপাল্টা
তবু দূরে থেকে, সাথে থাকি।
সময় তো শুধু বাইরেটাই পাল্টাতে পারে, 
ভিতরটা না,
আমরা না চাইলে।

Category