sumanasya
26 August 2023
তোমার মিথে তুমি থাকো
আমার মিথে আমি
আমার মিথ মিথ্যা
আর তোমার মিথ দামী?
মিথ দিয়ে এ জগত গড়া
সত্য হাওয়ামহল
রাজনীতি থেকে অর্থনীতি
মিথেরই হাওয়া বদল
"আর যেখানে যাও না রে ভাই
সপ্তসাগর পার"
মিথেরও "ফাঁদ পাতা ভুবনে"
নাহি রে নাহি নিস্তার
সত্য বলে যা-ই বোঝো না
সব মনেরই কারসাজি
মনের আমি, মনের তুমি
মনই আসল কাজী
মন গড়েছে মিথের নগর
ধোঁকার লাটিম ঘর
ঘুরছ তুমি, ঘুরছি আমি
খেলছি আপন-পর
সব শেষে কেউ মাটি পাবে
কেউ বা হবে ছাই
কে বা আমি, কে বা তুমি
মিথেরই গুণ গাই