সৌরভ ভট্টাচার্য
 13 January 2017              
    
  আমার দিদিমা 
   ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে 
                 মাটিকে প্রণাম জানাতেন
আমি জানাই না। মাটি জড় আমার জ্ঞানে।
আমার ঠাকুমা
  ঘুম চোখে জল দিয়ে পুব আকাশে তাকাতেন
         সূর্য প্রণাম করতেন
আমি করি না। সূর্য আমার জ্ঞানে জড়।
তাঁরা দুজনেই জীবিত নেই আজ
  সেই মাটি সূর্য এখনো রয়ে গেছে
    যারা তাঁদের বোধে ছিল প্রণম্য
            আমার জ্ঞানে জড়
আজ গভীর সংশয় আমার
      কে ঠিক?
যে বোধ জড়ের বুকে চেতনার স্পন্দন শোনে, সে?
না যে জ্ঞান সব চেতনাকে জড়ের চাদরে ঢাকে, সে?
আজ মানুষও জড় - উৎকৃষ্ট ব্যবহার্য - হিউম্যান রিসোর্স
      হা নির্বোধ ঈশ্বর!!
আমার জ্ঞানচাপা বোধের অবরুদ্ধ শ্বাস দাও ফিরিয়ে
আমি ভীষণ মূর্খ হয়েই বাঁচি!