সৌরভ ভট্টাচার্য
1 August 2019
রোজ রোজ আরো অস্পষ্ট হচ্ছি
রোজ হচ্ছি আরো অস্বচ্ছ
প্রতিদিন সবাইকে বলছি
বাকির খাতায় লিখে রাখো সব
ফেরার পথে মিটিয়ে দিয়ে যাব হিসাব
রোজ হচ্ছি আরো অস্বচ্ছ
প্রতিদিন সবাইকে বলছি
বাকির খাতায় লিখে রাখো সব
ফেরার পথে মিটিয়ে দিয়ে যাব হিসাব
আমি জানি
ফিরব না আর
ওরাও কেউ কিচ্ছু লিখে রাখবে না
বাকির খাতায়
ফিরব না আর
ওরাও কেউ কিচ্ছু লিখে রাখবে না
বাকির খাতায়
তবু বলে যেতে হয়
আসলে তো কেউ কোনোদিন
সামনাসামনি হইনি কারো,
মুখোমুখি দাঁড়িয়েছে শুধু গল্পরা
সামনাসামনি হইনি কারো,
মুখোমুখি দাঁড়িয়েছে শুধু গল্পরা
সব গল্পের কাটাকাটি হয়ে যায়
চিলেরা বাড়ি ফিরলেই
আকাশ ছুঁয়ে
সময় সব কটা দাড়ি, কমা মুছে
পাতা ওল্টায় আবার
চিলেরা বাড়ি ফিরলেই
আকাশ ছুঁয়ে
সময় সব কটা দাড়ি, কমা মুছে
পাতা ওল্টায় আবার