সৌরভ ভট্টাচার্য
25 February 2018
মৃত্যু ভীষণ সজাগ
সচেতন
সচেতন
মৃত্যুর খবর আমাকে তো রাখতেই হয়
কখন কোন পাড়ায় এসেছে সে
আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
কখন কোন পাড়ায় এসেছে সে
আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
সে আসবে
থামিয়ে যাবে
একরত্তি অহংকারকে জীবাশ্ম করে
প্রিলিউড, ইন্টারলিউড ছাড়াই
থামিয়ে যাবে
একরত্তি অহংকারকে জীবাশ্ম করে
প্রিলিউড, ইন্টারলিউড ছাড়াই
মুঠো নরম হবে
জমানো সময় ঝরে পড়বে
ঝুরঝুর
বালির মত
জমানো সময় ঝরে পড়বে
ঝুরঝুর
বালির মত
ঠিক সেই মুহূর্তে হয়ত একটা সাদা চিল
মৃত্যুর সাথে
ছু কিত্ কিত্ খেলছে
অসীম আকাশকে নির্মম সাক্ষী রেখে
মৃত্যুর সাথে
ছু কিত্ কিত্ খেলছে
অসীম আকাশকে নির্মম সাক্ষী রেখে