Skip to main content
 
মৃত্যু ভীষণ সজাগ
         সচেতন
 
মৃত্যুর খবর আমাকে তো রাখতেই হয়
কখন কোন পাড়ায় এসেছে সে
   আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
 
সে আসবে
থামিয়ে যাবে
 
 একরত্তি অহংকারকে জীবাশ্ম করে
   প্রিলিউড, ইন্টারলিউড ছাড়াই
 
মুঠো নরম হবে
জমানো সময় ঝরে পড়বে
    ঝুরঝুর
 
        বালির মত
 
ঠিক সেই মুহূর্তে হয়ত একটা সাদা চিল
মৃত্যুর সাথে
      ছু কিত্ কিত্ খেলছে
 
অসীম আকাশকে নির্মম সাক্ষী রেখে

Category