সৌরভ ভট্টাচার্য
 18 February 2015              
    
  মনের মধ্যে একটা ঘর বানাও। শুধু নিজের জন্য। সে ঘরের চাবি কারোর হাতে দিও না। কারোরই হাতে না, সে যেই হোক। ঘরটা নিজের মত সাজাও।
সে ঘরে দেখা পেতে পারো হঠাৎ কোনো একদিন অচেনা অতিথির। যুগান্তরের নিমন্ত্রণ যেন তার তোমার সেই ঘরে। কি মন্ত্রবলে খুলে ফেলেছে সে তোমার গোপন ঘরের দরজা। সেই তোমার প্রাণের সখা, তোমার বঁধূ। তাকে বরণ করে নিও।
আর যদি সে না আসে? সে ঘরের মাঝখানে একটা আসন পেতো। রোজ একটা করে আলপনা এঁকো তার সামনে, মনে মনে। প্রদীপ জ্বেলো। সে না আসুক। তার আসার আশ্বাসে ভরে উঠবে তোমার চিত্ত। তুমি ধন্য হবে। তুমি ধন্য করবে তোমার চারপাশ। মুগ্ধ হবে, স্নিগ্ধ হবে।