সৌরভ ভট্টাচার্য
 23 November 2016              
    
  এতবড় ক্যানভাসের সামনে এলেই
তুমি সামনে এসে দাঁড়াও
চলতে ফিরতে ঘাসে পা লাগে
তোমায় মনে পড়ে না
একলা দাঁড়ালে ঘাস শিকড় ছড়ায় বুকে
তুমি আসো শিশির বিন্দুপাতের মত
ঘাসের শিরশিরানিতে
পথে চলতে পথ পায়ের তলায় নির্জীব
পথের পাশে এসে দাঁড়ালে পথ
চোখের কোণে কাঁটার মত বেঁধে
তুমি আসছো?
কাঁটার টানে জল এসেছে চোখে
তুমি সামনে এসে দাঁড়াও
চলতে ফিরতে ঘাসে পা লাগে
তোমায় মনে পড়ে না
একলা দাঁড়ালে ঘাস শিকড় ছড়ায় বুকে
তুমি আসো শিশির বিন্দুপাতের মত
ঘাসের শিরশিরানিতে
পথে চলতে পথ পায়ের তলায় নির্জীব
পথের পাশে এসে দাঁড়ালে পথ
চোখের কোণে কাঁটার মত বেঁধে
তুমি আসছো?
কাঁটার টানে জল এসেছে চোখে
 [ছবিঃ সমীরন নন্দী]
