Skip to main content

"Nothing has caused the human race so much trouble as intelligence" - Rear Window (film by Hitchcock)

      কোনো গুরুগম্ভীর আলোচনার অবকাশে উচ্চারিত নয়। একজন মধ্যবয়সী পুরুষ যখন তার বর্ষীয়ান নার্সের সাথে কথা বলছেন, বিষয় - কেন তিনি কাঙ্ক্ষিত মহিলাটিকে বিয়ে করতে চান না, সেই বিষয়ে। যেখানে তার মনে হচ্ছে মহিলার সাথে তার বৌদ্ধিক স্তরের দূরত্ব অনেক। তখন নার্সের উক্তি এটি। সাথে তিনি আরো বললেন, তোমাদের আধুনিক যুগে বিয়েতে একে অন্যকে পছন্দ করা যেন কাঁচের জারের মধ্যে রাখা এক প্রজাতি আরেক প্রজাতিকে শনাক্ত করা, কিম্বা যেন সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার মত।
      জন মাইকেল এই চিত্রনাট্য লিখছেন হিচককের জন্য ১৯৫৪ সালে। সেই সমাজের পরিপ্রেক্ষিতে। আজকের দিনে আমাদের সমাজে এই কথাটা কতটা প্রযোজ্য?
      "তোদের বাপু যত বায়ানাক্কা। আমাদের সময় তো আমরা ছাদনাতলায় দেখতে পেতুম বাঁদরের গলায় মালা দিলুম না মানুষের গলায়".... "বাবা বললেন, এরে বিয়ে করিত হবেনে... আমি কথা দিয়ে থুইসি... ব্যস করে ফেললাম"....
      এসব আগের প্রজন্মের কথা। কথামৃতে ঠাকুর বলছেন, 'আজকাল শুনেছি ছেলেরা বিয়ের আগে মেয়ে দেখতে যায়, সুন্দর কিনা'। তা সে তো অবশ্যই ১৮৮৬ সালের আগের কথা।
      মেয়েদের রূপ, ছেলেদের চাকরি, এই তো সোজা হিসাব খবরের কাগজের দাবিদাওয়া অনুযায়ী। তারপর নিরামিষাশী, অমুক গোত্র, অমুক বর্ণ, অমুক জাত ইত্যাদি তো রইলই। কোনো বিজ্ঞাপনে তো দেখি না ছেলে বা মেয়ের IQ এত, অন্যপক্ষ এতর মধ্যে হলেই এগোনো যাবে। বোঝো, সেও কি হয়!
      মোদ্দা কথা হল, man is born free and everywhere is in chains, রুশো দাদা সেই কবে বলে গেছেন না? বলি কামিনীকাঞ্চন, বিদ্যাবুদ্ধি, সংসার-সন্ন্যাস সবই তো বন্ধন, সব চাইতে ভালো কি তবে? পাঁউরুটি আর ঝোলাগুড়। জয়গুরু।