সৌরভ ভট্টাচার্য
 2 March 2017              
    
  মানুষের ওপর বিশ্বাস হারানোর যন্ত্রণা
        মানুষকেই বলেছি
মানুষের ওপর রাগের কথা 
        মানুষকেই বলেছি
মানুষের ওপর অভিমানে ভার হওয়া বুক
        মানুষই হাল্কা করেছে
সব ভালোবাসার কথা
   মানুষকেই বলেছি
সব আশা, স্বপ্ন, আস্থার কথা
    মানুষকেই জানিয়েছি
মানুষেরই হাতে সব তুলে দিয়ে, ঠকেছি
    সে বিশ্বাসঘাতকতার কালোরাত্রি পেরিয়ে
    ভোরের খবর এনেছে সেই মানুষই
অবশেষে তাই মানুষের কাছেই ফিরেছি
  মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ বলে না
    এর চাইতে পুণ্যের কোনো স্পর্শ পাইনি বলে