sumanasya
1 October 2024
মানুষই পারে
নিজের বানানো মিথ্যাকে প্রাণপণে বিশ্বাস করতে
সর্বস্ব দিয়েও
এই যে রাতদিন
দশদিক পাহারা দিয়ে চলেছি
দেখছি কোনো খুঁত কোথাও থেকে গেল কিনা
এই যে রাতদিন অনর্গল শব্দের পর শব্দের বাড়ি মেরে চলেছি
মাথার মধ্যে
সতর্ক থাকছি
কোথা দিয়ে কিছু গলে গেল কিনা
এ সবই নিজের বানানো মিথ্যাকে প্রাণপণ বিশ্বাস করেছি বলে
সত্য বলে কিছু নেই
আমি জানি
আমিই জানি
কারণ সব 'আমি'ই সত্যান্ধ
নিঃশব্দতার কোনো 'আমি' হয় নাকি!