সৌরভ ভট্টাচার্য
 11 September 2019              
    
  
কতটা দূরেই বা দাঁড়িয়েছিল
এক হাত হবে
ব্যস্ত রাস্তায়
    আর কতটা কাছেই বা দাঁড়ানো যায়
ব্যস্ত রাস্তায়
   আর কতটা দূরেই বা সরে থাকা যায়
তবু এক আকাশ কালো মেঘ
      চাঁদকে ঢেকেও
         বৃষ্টিতে কথা বলল না
              অনুপ্রবেশকারী হয়ে
                    আমাদের কথায়
বৃষ্টি নামল
   ঘরে ফেরার পর
   যখন তোমার থেকে আমার
           এক আকাশ দূরত্ব
আমরা মেঘদূতের অপেক্ষায়