Skip to main content

 

দেশের মাটিতে একটি সারমেয়র প্রতি অবিচারও যারা বিদেশের মাটিতে বসে সহ্য করতে পারেন না, পোস্টের পর পোস্ট লিখে যান, রাস্তায় নেমে এটাসেটা বলেন, তারা সব ট্রাম্পের এই সব বেকায়দার দরদামীতে চুপ কেন এ প্রশ্নটা মনে মনে হচ্ছিল। এদিকে তারা কথায় কথায় এ দেশের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে মায় কী কী না দাবী করেন। আজ দেখলাম থারুর লিখেছেন। এখন ওর ব্যাখার সঙ্গে সহমত হব কী হব না সেটা অন্য প্রসঙ্গ। বাট মামলা তো লিগাল হ্যায় জনাব!

 

LINK: Shashi Tharoor writes: Why Indian-Americans are silent — and its costs | The Indian Express