Skip to main content

 

ma.jpg

 

হারারি বারবার AI নিয়ে সাবধান করছেন। বলছেন, সে শুধু অ্যাটম বোম বানাতে পারে তাই নয়, সে কোথায় সেটা ফেলতে হবে সে সিদ্ধান্তও নিতে পারে। এটাই ভয়ের।

AI এর কোন জিনিসটা নিয়ে ভয়? সে হল তার মনুষ্যত্ববোধহীন পাণ্ডিত্যকে নিয়ে। AI পণ্ডিত সেই নিয়ে সংশয় নেই, কিন্তু সেই পাণ্ডিত্যের ব্যবহার নিয়ে ভয়।

শ্রীরামকৃষ্ণ বিবেকহীন পাণ্ডিত্যকে ভয়ের বলেছিলেন। শুষ্কজ্ঞান। শুকনো পাতায় আগুন লাগলে দাবানল হয়। শুষ্ক পাণ্ডিত্যকে তাই ভয় পেয়েছিলেন ঠাকুর সেদিন। সাবধান করেছিলেন। বিবেক ছাড়া মানুষ হয় না। মানুষ মানে চেতনা আর মানের সমন্বয়। চেতনা মানে মঙ্গলের অনুরক্তি তাও বলেছেন। কিন্তু শুধু পাণ্ডিত্যে কি সে দরজা খোলে? AI শুষ্ক পাণ্ডিত্য। যদিও তার মধ্যে নকল আবেগের ভাষা আছে। কিন্তু সে নকল।

আজ মা সারদার জন্মতিথি। সে জীবনটার দিকে একবার ফিরে তাকানো যায় যদি কী দেখা যায়? পাণ্ডিত্য না দরদ?

পাণ্ডিত্য দরকার। তার নির্দিষ্ট ক্ষেত্র আছে, তার সীমাবদ্ধতাও আছে। কিন্তু পাণ্ডিত্য তো মানুষকে এক করে না। মানুষকে এক করে দরদ। সে দরদকে বাইরে থেকে শেখানো যায় না। বরং বাইরের অতিশিক্ষা বা ভুল শিক্ষা সে দরদকে শুষ্ক করে তাকে অমানুষ করে তুলেছে, এ উদাহরণ অনেক অনেক আছে সমাজে।

তবে দরদকে শেখায় কে? ধর্ম। সেও না। অতি পাষণ্ড ধার্মিকের উদাহরণও আছে। ধর্মকে যদি সাধারণ অর্থে দেখা যায়।

মানুষের ধ্বংস কে বেশি করে? পাণ্ডিত্য, না অজ্ঞতা? যদি হিসাব করে দেখা যায় হয় তো দেখা যাবে পাণ্ডিত্যের দ্বারা আবিষ্কৃত নানাবিধ আয়ূধ মানুষকে যেভাবে শেষ করেছে, তার তুলনায় প্রাকৃতিক দুর্যোগ কিছুই না।

সিসিটিভি পাপের সাক্ষী হতে পারে, কিন্তু পাপ নিবারক হওয়ার ক্ষমতা তার নেই। পাপকে ঠেকিয়ে রাখতে পারে, ভয় অথবা চেতনা। আগে ছিল নরকের ভয়, এখন আছে কারাগার, কি মৃত্যুদণ্ডের ভয়। কিন্তু ভয় কতদিন পাপকে আটকে রাখবে? যদি না চেতনার আলোতে নিজেকে আনা সম্ভব হয়?

যদি হতাশার হাত ধরে ভাবি, তবে জগতের দিকে তাকিয়ে চেতনার স্বপ্ন অসম্ভব একটা আশা। কিন্তু আশা ছাড়া মানুষ বাঁচে কি? মানুষ নিশ্চয়ই ভাববে তার মধ্যে একদিন চেতনা আসবে। সে যা কিছু অমঙ্গল তার থেকে নিজেকে বাইরের কোনো ভয়ের চাবুক ছাড়াই নিজেকে সংযত করবে।

সেই স্বপ্ন দেখার ভরসাই যোগান কিছু কিছু ক্ষণজন্মা মানুষ। আজকে যাঁর জন্মতিথি, সেই মহাপ্রাণের দিকে ফিরে তাকালেও একই বিশ্বাস জন্মায়। মানুষ এমনও তো হয়। এমন ভাবেও তো বাঁচা যায়। বস্তুগত পাণ্ডিত্য না, ধর্মীয় পাণ্ডিত্য না, শুধুমাত্র সহজ বোধে জাগা সহজ দরদই পারে মানুষের প্রাণে আশা সঞ্চার করতে। মানু্‌ষকে এক করতে পারে সে-ই শুধু। মা, সুর আসুক মানুষের শ্রীহীন, দরদহীন জীবনে। তুমি এক করো।

শ্রী শ্রী মায়ের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আজকে শুভ জন্মতিথিতে।