সৌরভ ভট্টাচার্য
 13 March 2017              
    
      
কাদা ছুঁড়েছো বলে কষ্ট পাইনি
   কষ্ট পেয়েছি তোমার ওই হাতদুটোর জন্যে
ওদের কি দোষ ছিল বলো?
জেদ দেয় কাড়ার শক্তি,
     ধরে রাখার অধিকার তো নয়!
 সিঁদুরে মেঘ দেখলেই পাও ভয়
ভাবো বুঝি সব ঝড়গুলো 
         তোমায় নিঃস্ব করার ষড়যন্ত্র
 অযোগ্য দাবীর এই এক অভিশাপ 
  পোশাকের দামে চামড়া বিকাতে চায়, 
    চায় একমুঠো বালির বিনিময়ে সমুদ্র
এমনি হয়,
 কুয়াশাতেও ঢাকে কাঞ্চনজঙ্ঘা