সৌরভ ভট্টাচার্য
 12 November 2014              
    
  কয়েকটা তারা চিনি
কয়েকটা গাছ চিনি
আর চিনি কয়েকটা পাখি
কয়েকটা পথ চিনি
কয়েকটা গ্রাম চিনি
আর চিনি কয়েকটা শহর
কয়েকটা পাহাড় চিনি
কয়েকটা সাগর চিনি
আর চিনি কয়েকটা জঙ্গল
কয়েকটা বসন্ত জানি
কয়েকটা বর্ষা জানি
আর জানি কয়েকটা শীত
কয়েকজন জীবিত মানুষকে জানি
কয়েকজন মৃত মানুষকে জানি
আর জানি নিরুদ্দেশ কয়েকজন
কিছু দুঃখকে বুঝি
কিছু সুখকে বুঝি
আর বুঝি প্রেমের কটা খন্ড
এই নিয়েই জীবন
কি করে বলব
সব জানি, সব বুঝি?