সৌরভ ভট্টাচার্য
10 April 2022

সব ক্ষোভ শান্ত হোক
এত অসন্তোষ কেন?
কিছুই তো থাকে না চিরটাকাল
তবু বন্ধ মুঠোর এত জেদ কেন?
সব মোহ মিলিয়ে যাক
সব মিথ্যা প্রতিশ্রুতিকে
অবশেষে মিথ্যা করে
ফিরে পাই মুক্ত আকাশ
শূন্যতার ভারমুক্ত আনন্দ
কপট সব দৈন্য দিক মুছে
এই তো আমি
রিক্ত উজ্জ্বল
শিশিরবিন্দুর মত ক্ষণকালের,
সহজ সত্যের আলোয় থাকি উদ্ভাসিত
চিরকালের মত মিলিয়ে যাওয়ার আগে
(ছবি Kuntal Biswas)