সৌরভ ভট্টাচার্য
28 February 2021
যেন সব কিছু
ভুলে যাওয়ারই কথা ছিল
যেন তবু মনে পড়ে যাচ্ছিল
যেন সব দেখাশোনা শেষ
কেউ তবু ফিরে ফিরে ডাকছিল
চলতে চলতে
সব অভিমান
ধুলোয় লুটিয়ে পড়ছিল
যেন এই তো সবে শুরু
সূর্য তবু পশ্চিম আকাশে ঢলছিল
আকাশ জুড়ে মেঘলা মন
ধ্রুবতারা বুকে ঢাকছিল
নীড়ে ফেরা পাখি
তোমার নামটা
কানে কানে বলে যাচ্ছিল
প্রাণ বুকে এসে
তোমার হাতের
কাঙাল স্পর্শ চাইছিল
এইটুকু তো গল্প
তবু উপসংহার
আপনি নিজেকে বুনছিল
কিছু যেন তার ভুল ছিল
কিছু যেন তার সুখ ছিল
কিছু যেন তার
সব ছিল
সব ছিল। সব ছিল।
সব ছিল।