সৌরভ ভট্টাচার্য
24 June 2023
নিজের কথা কাকে বলবে?
নিজেকেই দুভাগ করে নাও
যেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ
নিজেকে বলো
সবটুকু বলো
এমনভাবে বলো
যেন কিছুই জানে না
তোমার মনের সে অর্ধভাগ
তারপর সে অর্ধভাগের কথা শোনো
শুনতে শুনতে শুনবে
এমন অনেক কথা
যেগুলো জানাই ছিল খালি
আবেশে ছিল না
মেঘের ছায়ার মত আবেশের স্নেহে
দেখবে
বুকের উঠানে জন্মাবে সবুজ কোমল ঘাস
মনের দু খণ্ড বসবে পাশাপাশি
হাত পা ছড়িয়ে আরামে
হাতের উপর রেখে হাত
অনুভব করবে
গোটা পৃথিবীর ধুলোয় ধুলোয় মিশে
তোমার সবটুকু কথা
তুমি হয়ে
কিচ্ছু ব্যর্থ হয়নি
এক মুহূর্তও না
একটা কথাও না