Skip to main content

 

jashore road.jpg

 

হৃদয় কখন হৃদয়ে এসে বসে, তুমি জানো?

 

হৃদয় কখন ব্যথার ভাষায়,

  সারি ভাঙা বক একলা উড়ে যায়,

         তুমি জানো?

 

হৃদয় কখন ভাষায় ভাষায়

   আলতো শিশির ঘাসের আগায়,

          তুমি জানো?

 

তুমি জানো না। আমিও জানি না।

 

হৃদয় কখন পাপড়ি মেলে আকাশকে বলে

       আমার তারা কোথায় আছে,

                    বলবে কবে?

 

আকাশ কবে জানিয়ে যাবে

    তুমি জানো?

 

কেউ জানে না। কেউ জানে না।

 

মানব হৃদয় আদিম ভাষায়

     আদিম সূত্রে কী বলে যায়

কী তার মানে, কী তার ছন্দ

ধরা দিয়েও ধরা দেয় না

 

ছোট্টো প্রাণের ছোট্টো বুকে

এত কথা কবে কে লিখে যায়

 

কেউ জানে না। কেউ জানে না।

(ছবিতে আমার খুদে হার্টথ্রব আরাধ্যা পাল)

Category