সৌরভ ভট্টাচার্য
4 January 2018
শোক চাইলো কয় বিঘা গো?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার আশঙ্কাতেই কয়েক বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার আশঙ্কাতেই কয়েক বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
দুঃখ চাইল কয় বিঘা গো?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার আশঙ্কাতেই বিঘা বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার আশঙ্কাতেই বিঘা বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
সুখকে দিলে কয় বিঘা গো?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার বাসনাতেই বিঘা বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
কয়েক ছটাক, কয়েক ছটাক
তোমার বাসনাতেই বিঘা বিঘা
তাই নয় কি?
তাই নয় কি?
প্রেমের সাথে কদিন কাটল?
কয়েক প্রহর, কয়েক প্রহর
তোমার স্বপ্ন ছিল জীবনজোড়া
তাই নয় কি?
তাই নয় কি?
কয়েক প্রহর, কয়েক প্রহর
তোমার স্বপ্ন ছিল জীবনজোড়া
তাই নয় কি?
তাই নয় কি?
জীবন ভূমির অছি তুমি
সব দিয়ে থুয়ে কত বাঁচলো?
ছটাক কিছু?
না বিঘা বিঘা?
সব দিয়ে থুয়ে কত বাঁচলো?
ছটাক কিছু?
না বিঘা বিঘা?
দেখছো চেয়ে বিঘা বিঘা
সামনে তোমার শূন্য পড়ে
কি করবে? ভাবছো বসে,
ভরবে কিসে বিঘা বিঘা
সামনে তোমার শূন্য পড়ে
কি করবে? ভাবছো বসে,
ভরবে কিসে বিঘা বিঘা
ভরবে না গো
ভরবে না গো
শূন্য যে গো শূন্যই যায়
ভাবনা শুধু বিঘায় বিঘায়
ভরবে না গো
শূন্য যে গো শূন্যই যায়
ভাবনা শুধু বিঘায় বিঘায়
নিজেকে নিয়ে একলা বসে
সামনে অসীম একলা ছেলে
এক্কা দোক্কা খেলছে দেখো
সাক্ষী তুমি,
আর শূন্য কয়েক বিঘা
সামনে অসীম একলা ছেলে
এক্কা দোক্কা খেলছে দেখো
সাক্ষী তুমি,
আর শূন্য কয়েক বিঘা