Skip to main content

 

যে মানুষটা অল্প একটু মেঘ ডাকলে

ঘরে ফিরে আবার ছাতা নিয়ে বেরোয়

 

যে মানুষটা অল্প শীত পড়লেই

মাফলার, টুপি, চাদরে নিজেকে বেড় দিয়ে রাখে

 

যে মানুষটা ৯৯ ডিগ্রি জ্বর হলে

কাবু হয়ে বিছানায় শুয়ে পড়ে

 

সে মানুষটা ভীতু নয়

একটু বেশি কল্পনা-কাতর

 

সে মানুষটাই ভালোবাসতে গিয়ে বেসামাল হয়

আর বেসামাল হয় বলেই

   সাবধানি গুটি কেটে

         ভালোবাসা প্রজাপতি হয়

                      বেহিসাবি রঙে

Category