সৌরভ ভট্টাচার্য
 22 January 2016              
    
  
অরাজকতা বুক বাজারে
পাগল এলো ডুব সাঁতারে
পাগল এলো ডুব সাঁতারে
ঝনর ঝনর কাঁপছে কাঁচ
নাচছে ক্ষ্যাপা উদম নাচ
নাচছে ক্ষ্যাপা উদম নাচ
ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড
বুদ্ধি বলে - একি কাণ্ড!
বুদ্ধি বলে - একি কাণ্ড!
পাগল বলে বাঁধ ভেঙেছে!
আকাশ ভাঙা সুখ নেমেছে
আকাশ ভাঙা সুখ নেমেছে
নিয়ম কানুন গড়াগড়ি
যুক্তি গেল যমের বাড়ি
যুক্তি গেল যমের বাড়ি
সামলাবে না ভাসবে বলো
ঝরণার জলে কলসী ভরো
ঝরণার জলে কলসী ভরো
সে কলসীতে লাগিয়ে দড়ি
আর না রে মন ডুবেই মরি
আর না রে মন ডুবেই মরি
মরণসুখ যার নাই কপালে
সেই শ্মশানে ঘর বাঁধালে
সেই শ্মশানে ঘর বাঁধালে
ভয়ে ভয়ে সে পাগল তাড়ায়
দুধ মাখা ভাতে শ্যাওলা জড়ায়
দুধ মাখা ভাতে শ্যাওলা জড়ায়
কি হবে রে সেই মর্গে থেকে
পাগলকে বুকে নে না ডেকে
পাগলকে বুকে নে না ডেকে
আর কি, আর কি রে মন
আমি চলি, তুই শোন না শোন
আমি চলি, তুই শোন না শোন