জোশেফ ক্যাম্পবেল বলছেন,
"Every religion is true one way or another. It is true when understood metaphorically. But when it gets stuck to its own metaphors, interpreting them as facts, then you are in trouble."
রবীন্দ্রনাথ উপাসনা মন্দিরে বসে বলছেন,
"মানুষের সত্যজ্ঞান এক-একটি মতবাদকে আশ্রয় করে নিজেকে প্রকাশ করতে চেষ্টা করে। কিন্তু সেই মতবাদটি সত্যের শরীর, সুতরাং এক হিসাবে সত্যের চেয়ে অনেক ছোটো এবং অসম্পূর্ণ।"
এ বাণী তাঁর গাওয়া গানের বাণীতেও আছে, সে গান হল, "সে যে মনের মানুষ", সেখানে আছে,
“তারে বাঁধবে ব'লে যেই করো পণ/ সে থাকে না, থাকে বাঁধন/ সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে।”
মিঞামল্লারের সঙ্গে বর্ষার সম্পর্ক সেতারের ধাতুতে নেই, স্বরযন্ত্রের তন্ত্রীতেও নেই। কোথায় যে আছে মিল তার ঠিকানা পাওয়া যায় না। "যো প্রেমগলি মে আয়া নেহি, উয়ো প্রীতমকা ঠিকানা কেয়া জানে"। যে জানে, সে জানে।
দক্ষিণেশ্বরের ওই ছোটোঘরে বসে একজন বলেছিল, মত কিছু সত্য নয়, পথ, সেই নিয়ে লোকেরা ঝগড়া করে মরে।
আছে তো সবই। শুধু দরদীর দেখা পাওয়া ভার!