সৌরভ ভট্টাচার্য
 4 February 2017              
    
  
বইমেলায় বই তো কেনা হল কিছু। না কেনা রয়ে গেল অথচ কেনার কথা ছিল এমন অনেক বই রয়েই গেল। সে যাক।
দুটো স্মরণীয় মুহুর্ত। প্রথম, যশোদির সাথে দেখা। দুই, স্বপন গুপ্ত, আমার খুব প্রিয় রবীন্দ্রসংগীত শিল্পীর সাথে হঠাৎ দেখা হওয়া। 
কম বয়সে বহুবার স্বপন গুপ্তর গান জোঁড়াসাকোতে শুনেছি। সে যে কি অনবদ্য কি ভাবে ভাষায় বোঝাবো। "বৈশাখের এই ভোরের হাওয়া"... রেডিওতে যতবার বাজত, মনে হত রবীন্দ্রনাথকে অনুবাদ করে দিচ্ছেন। "দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল"... শুনতাম যখন, বুকের মধ্যে আরো দুটো ইঁট গাঁথা হত আস্থার, বিশ্বাসের। আজ সেই মানুষটার পা ছুঁলাম, তিনি আমায় ছুঁলেন স্নেহে অত ভিড়ের মধ্যে থেমে। 
উনি বাহ্যিক দৃষ্টিতে অন্ধ। কিন্তু রবীন্দ্রনাথের সামনে কেই বা নিজেকে চক্ষুষ্মান বলে দাবি করে? আমার তো প্রশ্নই উঠছে না। আজ পবিত্র হলাম।
