sumanasya
27 September 2025
কখনও মানুষের শ্রদ্ধার পাশে বোসো,
নিঃশব্দে, নীরবে।
আমি বসেছি মায়ের পাশে বহুবার
মা যখন স্নান সেরে এসে
ঠাকুরঘরে বসে চন্দন বাটতেন
তখন।
শ্রদ্ধা শব্দটা মায়ের মত
ধ্বনিতেই যার সবটুকু অর্থ বলা হয়ে যায়
বাকি যা থাকে
তা কেবল স্নিগ্ধাশ্রু
রিক্ততার মোহনায় দাঁড়িয়ে পূর্ণতা
গোধূলির সিঁদুর মাথায়
মা
অন্তর্লীন শ্রদ্ধার আত্মনিবেদন
(ছবি Debasish Bose)
[27 September 2025]