সৌরভ ভট্টাচার্য
 7 December 2016              
    
  
কখন যেন মেঘ করে এলো
কখন যেন ঘন ছায়া হল গাছের তলায়
কখন যেন তুমি এসে দাঁড়ালে
কখন যেন ভীষণ বৃষ্টি হল
কখন যেন ঘন ছায়া হল গাছের তলায়
কখন যেন তুমি এসে দাঁড়ালে
কখন যেন ভীষণ বৃষ্টি হল
কখন রোদ উঠল
কখন ছায়া সরে হল আলো
কখন তুমি হাঁটতে শুরু করলে
কখন যেন আমি বললাম, যেও না
তুমি ফিরে তাকালে, শুনেছ কি?
কখন ছায়া সরে হল আলো
কখন তুমি হাঁটতে শুরু করলে
কখন যেন আমি বললাম, যেও না
তুমি ফিরে তাকালে, শুনেছ কি?
কখনও যেন মনে হয়, পেয়েছ
কখনও যেন মনে হয়, পাও নি
কখনও যেন মনে হয়, পাও নি
কখন যেন আমি অপেক্ষা করতে শুরু করলাম
মেঘের
ছায়ার
বৃষ্টির
মেঘের
ছায়ার
বৃষ্টির
কখন যেন তুমি আসবে