সন্ত কবীর অন্তিমকালে কাশী ত্যাগ করে মঘরে গিয়ে দেহত্যাগ করলেন। কাশীতে দেহত্যাগ করলেই মুক্তি - এ ভ্রম। কবীর বললেন। নিজের ধর্ম, নিজের নীতি, নিজের সত্যনিষ্ঠা নিজের দায়িত্বে। কবীর আমাদের ধর্মে সাবালক হতে বললেন। আমরা নাবালাক থেকে যেতে চাইলাম। আমরা অনন্ত, নিরাকার ঈশ্বরকে হৃদয়ে অনুভব করতে চাইলাম না। আমরা অবতার বানালাম। আমরা একজনকে দেখিয়ে বললাম, এই সে। একে ধরে থাকলেই সব হবে। কবীর বললেন, অনুপ্রেরণা ভালো। সে তুমি নিতেই পারো কারোর কাছ থেকে। কিন্তু তাকেই সব ধরে বসে থাকলে হবে কি করে? নিজের মধ্যে নিজের কেন্দ্রকে জানো। যাকে বাইরে জানছো, সে শুধুই অনুপ্রেরণা। তাঁকে ভিতরে জানো। অনুভবে। বৈভবে তাঁকে জানা যায় না। পাথরে পুজো করলেই যদি হত তবে পাহাড় পুজো করলেই হয়। তুলসীপুজো করলেই যদি হত তবে তুলসীঝাড় পুজো করো। নিরামিষ খেলেই যদি হবে তবে তো গরু ছাগলে কবে হরিকে পেয়ে যেত। মীরা গাইলেন।
তোমার কি ভালোবাসা নেই? কবীর জিজ্ঞাসা করলেন। শূন্য, নিরাকারে কি ভালোবাসা হয়? কবীর বললেন, ভালোবাসা হয়। ভালোবাসাতেই সব হয়। সুফিদের দিকে তাকাও। বাউলের দিকে তাকাও। নিজের ভিতরে ডুবে দেখো সে নিরাকার মানে কি শূন্য? ভালোবাসা চাও, না আকার চাও? ভালোবাসার আকর তোমার ভিতরে। তুমি আকার আকার করে মরছ। তোমারই কি ভাই আকার আছে? তোমার শরীরকে দেখাই কি তোমায় দেখা? না ভাই না, সে নিরাকার মানে মাধুর্য। আকার ছেড়ে আকর খোঁজো। ভালোবাসার আকর। গভীরে ডোবো। বাইরে কি আছে গো? কিস্যু নাই। ডুবলে পাবে। না ডুবলে সব ফক্কা।
কবীর বিবেকের কথা মনে করিয়ে দেন। কবীর আনন্দের কথা বলেন। কবীর ভালোবাসার কথা বলেন। কবীর জীবনের কথা বলেন। কবীর অবশেষে ধর্মে আমাদের সাবালক হতে বলেন। কবীর বলে অনুপ্রেরণা অনেক কিছু হতে পারে। কিন্তু সে সত্যবস্তু হয় কি গো?
সেখানে যাওয়ার পথ কি? কবীর বলেন, নেই। যেখানে যাওয়ারই নেই, সেখানের পথ আবার কি? সে তো আছেই, তোমার বিশ্বাসে, শ্বাসে। ভালোবাসার প্রদীপ জ্বালো। দেখো প্রিয়তমের মুখ। সে প্রিয়তম তোমার গভীরে। তোমায় নিয়ে। তোমায় ছাপিয়ে। তোমায় ঘিরে। তোমায় কেন্দ্রে। তুমি জাতপাত, বিভেদ, ভ্রম - কি সব নিয়ে বেঁচে আছো?! সব ছাড়ো। সাবালক হও। নিজের বিবেককে সাবালক করো। বিবেকের কুশপুত্তলিকা হয় না। বিবেকের কাকতাড়ুয়া কোনো পাথর বা মাটির মূর্তি হয় না। বিবেক জীবন নদীতে ভাসা নীলপদ্ম। সে পদ্মকে জানো। সে পদ্মতে ভ্রমর হও। এসো ডোবো। সে পদ্মের গভীরে পাবে প্রেম মাধুর্য। শুধু পাণ্ডিত্যে কি হবে? যদি হৃদয় থেকে যায় শুষ্ক? সিক্ত হও। নরম হও। ভেসে যাও। ভাসিয়ে নিয়ে যাও।
(বইয়ের নাম - কবীর কবীর। লেখক - পুরুষোত্তম আগরওয়াল। ছবি আর ভূমিকা - দেবদাত পট্টনায়ক। প্রকাশক - ওয়েস্টল্যাণ্ড পাবলিকেশান। মূল্য - ৫৯৯/-, অনলাইনে ৩০০/- তেও পাওয়া যাচ্ছে।)