sumanasya
2 March 2025
গত বছর ডিসেম্বর মাসে 'জুঠন' এর সামান্য কিছু অংশ অনুবাদ করে ফেসবুকে দিয়েছিলাম। তখনও জানতাম না দেজ প্রকাশনী থেকে বইটার সম্পূর্ণ অনুবাদ এ বছর বইমেলায় বের হতে চলেছে। বইটার অনুবাদ যথেষ্ট ভালো। পড়ে দেখতে পারেন। ওমপ্রকাশ বাল্মীকির লেখা এ বই আমাদের এমন এক সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, যা ভারতকে অন্য এক সত্যে দেখতে বাধ্য করে। যা আদৌ সুখকর অবশ্যই নয়। কিন্তু চোখ বন্ধ করেও তো থাকা যায় না।