sumanasya
 29 August 2025              
    
  
মা একদিন একমুঠো প্রাণ
আমার হাতে দিয়ে বলেছিলেন
এই নে। যত্নে রাখিস।
জিজ্ঞাসা করেছিলাম
কী এর মানে?
মা বলেছিলেন,
যত্নে রাখার ছাড়পত্র
তারপর?
মা বলেছিলেন
যত্নটুকু রেখে যাবি
বিনা দাবিদাওয়ায়
বলেছিলাম, ব্যস!
মা চোখ পাকিয়ে
একগাল হেসে
চুলগুলো এলিয়ে
আগুনে ডুবে যেতে যেতে বলেছিলেন
আর কি!