সৌরভ ভট্টাচার্য
9 October 2015
মাথা যদি শ্রদ্ধায় আপনি নীচু হয়, সে ভাল। তেমন শ্রদ্ধার স্থান সংসারে কদাচিৎ মেলে। কিন্তু যদি সে অভ্যাসের বশে যেখানে সেখানে নীচু হয়ে পড়ে, তবে সে মাথায় জীবাণু সংক্রমণের সম্ভাবনা প্রবল।
সে মাথা বাতিল করাই শ্রেয়। কারণ সে মাথায়, না তো নিজের মঙ্গল, না দশের। সে মাথা ঘাড়ের উপর টাঙানোই থাকে মাত্র। ঘাড় ধরে ঘোরায় আজ একজন, কাল অন্যজন। পরিণাম হল, তার তখন উত্তর-দক্ষিণ-পূব -পশ্চিম সব গোলাকার ঠেকে। কি গোলকধাঁধাঁ! এমন লোক রাজতন্ত্রের পক্ষে পরম উপাদেয়, কিন্তু সাধারণতন্ত্রে চরম বিভ্রান্তিকর। বিষবৎ ত্যাজ্য!