সৌরভ ভট্টাচার্য
 5 June 2021              
    
  যেন কয়েক বস্তা দুঃখ শুধু তোমারই ঘরে জমেছিল
যেন এক সমুদ্র সমস্যায় 
তোমার নৌকাই শুধু হাবুডুবু খেয়েছিল
যেন সব বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করে
তোমারই ঘরে সিঁধ কেটেছিল
অমন কতশত বস্তা, সমুদ্র, কাটা সিঁধ 
   যে অগুনতি আছে,
      কিচ্ছুটি জানো না তুমি
যেন পৃথিবীর একটা অক্ষরেখা
  কেবল তোমায় নিয়ে হয়েছিল 
আর বাকিরা সব
   বুদবুদের মত ভেসেই মিলিয়ে গিয়েছিল