সৌরভ ভট্টাচার্য
 10 October 2016              
    
  
আকাশটা ঝাঁ চকচকে
    বিকাল অবধি হল ভারী বৃষ্টি
সন্ধ্যেবেলায় দেখি
   ঝকঝকে তকতকে আকাশ
     আর মাঝ আকাশে অ্যাত্তোবড় চাঁদ!
মনে হল যেন -
   মেঝে মুছে যাওয়ার পর
  বাড়ির গিন্নী এসে দাঁড়িয়েছেন মাঝ-বারান্দায়
   খুঁটিয়ে দেখে নিয়েছেন এ কোনা, সে কোনা,
          নাহ্, কোত্থাও মেঘ নেই এক টুকরো,
   এক পরম তৃপ্তির হাসি নিয়ে মুখে
     গরবিনি দাঁড়িয়ে মাঝ আকাশে
   কত্তা ফিরবেন মাঝরাতে
         সে যেন উন্মুখ অধীর অপেক্ষায়
(ছবি - Debasish)