সৌরভ ভট্টাচার্য
 1 April 2016              
    
  কয়েক পশলা বৃষ্টি হয়ে
 সব ধুয়ে যদি যেত
সব রক্ত ধুইয়ে নিয়ে
 মিথ্যা করে দিত!
হাত ছুঁয়েছিল যে মহানগর
বুক ছুঁয়েছিল যারা
    ফিরিয়ে দিত বৃষ্টি একাই
       যেন কেউ না স্বজনহারা
জানি এ সব ছাই কল্পনা
  গল্পের মত সব
কাল থেকে চোখ মাড়িয়ে চলেছে
  আচমকা হওয়া শব
সান্ত্বনা নেই যে প্রলয়ের
সে দাগও কাল মুছবে
লক্ষ লোকের মিছিল আবার
ওই পথ ধরে হাঁটবে
শুধু মুছবে না ইতিহাস
কোলাহল শুধু থামবে
ক্ষতিপূরণের ভরসায় শুধু
প্রাণ হাতে পথে নামবে