সৌরভ ভট্টাচার্য
27 January 2021
নার্সিংহোমের বিলের
ম্যারাথন রেস
কোনো রকমে থামিয়ে,
সরকারি হাসপাতালে শিফট করা হয়েছিল,
তারপর বার্নিংঘাটে
ওয়ালেট থেকে
ওই ক’টা মাত্র টাকা বার করার সময়
মানুষটার আচমকা মনে হয়েছিল,
সব শেষে
এত অল্প টাকায় সব পুড়ে যাবে?
সবটা?
এও কি সম্ভব!
নাভি ভাসিয়ে
ফিরে আসার সময়
মানুষটার মনে হল
কি যেন পুড়ল না
যা পুড়ল না
তার খবর
তার ওয়ালেট জানে না
জানতে পারে না