Skip to main content

পাত্রের মধ্যে যে শূন্যতা, সেই হৃদয়।

  যদি ঈর্ষায় ভরো সে পাত্র। সে শূন্যতা রিক্ত হয়।

   যদি ভালোবাসায় ভরো। সে শূন্যতা পূর্ণ হয়।

   যদি বলো শূন্যতার অস্তিত্ব আছে নাকি?

      বলব, আছে তো, আবার নেইও

              হৃদয়ের মত।