সৌরভ ভট্টাচার্য 7 December 2021 হঠাৎ হাওয়ায় উড়ে এলো একগুচ্ছ শুকনো পাতা ধুলো বলল, এসো, নিঃশেষ হও আমাতে মিশে আচমকা বৃষ্টি এলো মুষলধারে মেঘ কেটে গেল স্বচ্ছ আকাশে উঠল ঝকঝকে চাঁদ তার পাশে স্থির একটা জ্বলজ্বলে তারা সকাল হতে আর কতটা দেরি? উৎকণ্ঠিত প্রশ্ন করল রাতের আকাশ Category কবিতা Log in or register to post comments14 views