sumanasya
 4 December 2024              
    
  
একটা ভয়ংকর যুদ্ধের বর্ণনা
সে লাইব্রেরিতে বসে পড়ছিল
পড়তে পড়তে
হঠাৎ একটা কাশির দমক এলো
প্রাণপণে চেয়েও আটকাতে পারল না
কেশে ফেলল
লাইব্রেরির পবিত্র নিস্তব্ধতা ভেঙে
বিরক্ত চোখে তাকালো
এ ও সে
তার দিকে
সে কুণ্ঠিত হল
পরক্ষণেই সব কিছু থেকে নিজেকে সরিয়ে
আবার বইয়ের পাতায় ডুবে গেল
একটা বীভৎস যুদ্ধের বর্ণনায়
অক্ষরে অক্ষরে
কল্পনায় কল্পনায়
সে নিস্তব্ধ লাইব্রেরির মধ্যে
হারিয়ে গেল