Skip to main content

স্বয়ং রামচন্দ্র আড়াল থেকে তীর মেরেছিলেন। কিভাবে? না বালি সুগ্রীবকে তো একইরকম দেখতে। চিনতে পারছেন না। এদিকে সুগ্রীবের শর্ত যে পথের কাঁটা সরিয়ে দিতেই হবে, চুক্তি সেরকম। তখন চিনতে না পেরে কৌশল করে বালিকে বধ করা হল। কথা হল সুগ্রীব মালা পরে থাকবে। বালি পরবে না। 

    সেই দিন থেকেই দলের এদিক ওদিক গোলমেলে নীতি শুরু হয়ে গিয়েছিল। মানে আমার এদিকে থাকলে সুরক্ষিত। ওদিকে থাকলে অরক্ষিত। 

    তবে ন্যায্য বিচার কি হওয়া উচিৎ না? অবশ্যই হওয়া উচিৎ। তবে সাধারণ বুদ্ধিতে বলে, ঘরে যখন আগুন লেগেছে, তখন কেউ যদি মেঝে খুঁড়ে মেঝে মেরামত করতে যায়, লোকে বলে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে মেঝে খোঁড়ার। নইলে আর কদিন সবুর সইছিল না?