রবীন্দ্রনাথ লিখছেন, "পর্যবেক্ষণকারী মানুষ বিজ্ঞান রচনা করে, চিন্তাশীল মানুষ দর্শন রচনা করে, এবং সমগ্র মানুষটি সাহিত্য রচনা করে"। আরো এগিয়ে বলছেন, "সাহিত্য সর্বদেশের মনুষ্যত্বের অক্ষয় ভাণ্ডার"।
ফেসবুকে এসে, মনন ও সু-রসের চর্চায় যে কয়েকজন মানুষের সান্নিধ্য পেয়ে ধন্য বোধ করেছি, তাদের মধ্যে
একজন। তার মাধ্যমেই 'গল্পপাঠ' এর সাথে পরিচয়। এত বিচিত্র স্বাদের, এমন বৈচিত্র্যময় লেখার সম্ভার আমার বহুদিন কোথাও তেমন একটা চোখে পড়েনি। অনুবাদ সাহিত্য আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, তার সাথে বিশ্বের নানা গুণীজনের সাক্ষাৎকার বাংলা ভাষায় পড়তে পারাটা সৌভাগ্যের। তার সঙ্গে উচ্চমানের নানা স্বাদের গল্প, প্রবন্ধ। 'গল্পপাঠ' - এ সবেরই আয়োজন পেলাম। এত সুসম্পাদিত, এমন যত্নসহকারে প্রকাশিত, এত নামী নামী লেখকের সৃষ্টি দ্বারা সমৃদ্ধ একটি পত্রিকায় যখন আমার লেখার ডাক পেলাম, সত্যি বলতে একটু কুণ্ঠাই লেগেছিল। আমি কৃতজ্ঞ রইলাম পত্রিকার নির্মাতাদের কাছে আমার লেখাটিকে স্থান দেওয়ার জন্য। আমার আন্তরিক শুভেচ্ছা রইল পত্রিকাটির জন্য।
গল্পের লিঙ্কঃ একটি কুসুম রইলে বাকি