সৌরভ ভট্টাচার্য
13 June 2017
এবার কি কেউ এল? কেউ আসেনি, হে আমার সন্তপ্ত হৃদয়
হয়ত কোন পথিক ছিল, চলে যাবে অন্য কোথাও, তার নিজের পথে।
রাত ফুরিয়ে এলো, তারাদের আলোর মায়া হয়ে এলো ম্লান
প্রদীপের স্বপ্ন-শিখা কাঁপছে থরথর দুরন্ত হাওয়ায়
পথিকের পদধ্বনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে পথ
নাম না জানা ধুলোরা ঢেকে দিয়েছে তাদের পদচিহ্ন
প্রদীপটা নিভিয়ে ফেলো, ওগো আমার সন্তপ্ত হৃদয়
পেয়ালা ভেঙে ফেলো, মুছে ফেলো সব মদিরার স্মৃতি
নিজের স্বপ্নহীন দরজা করো রুদ্ধ
এখন এখানে আর কেউ আসবে না
কেউ-ই আসবে না
~ ফৈজ