sumanasya
18 August 2024
আনন্দ বসে আছেন একা। জল চাইছেন না চণ্ডালিকার কাছে। চণ্ডালিকা মৃত।
চণ্ডালিকা, দলিত কন্যা, তার যেন চোদ্দো বছর বয়েস। পঞ্চাশটা ছুরির আঘাত যোনিতে নিয়ে, একাধিক পুরষের লালসার বীর্যে, রক্তে স্নাত হয়ে পুকুরে ভাসছে। মারা গেছে।
আনন্দ জল চান না। জাস্টিস চান। আন্তর্জাতিক স্তরে মিডিয়া না নিয়ে গেলেও, নীরব বুদ্ধের চোখের মত তারা ভরা আকাশের নীচে, মুজফফরপুরের ছোট্টো গ্রামে বসে জল না, জাস্টিস চান। আনন্দ একা বসে আছেন। তৃষ্ণার্ত। গোটা দেশ যখন চাইছে জাস্টিস। আনন্দও চাইছেন, জাস্টিস, দলিত মেয়েটাকে কোলে নিয়ে বসে। একা। তৃষ্ণার্ত। জলের জন্য না, জাস্টিসের জন্য।