সৌরভ ভট্টাচার্য
 10 March 2017              
    
  ১
==
শেষ যুক্তিটা যখন প্রথম যুক্তির পাশে এসে দাঁড়ায়,
তখন যে একটা আবর্ত তৈরি হয়
   তাকে বলি শূন্যতা 
তা যুক্তিহীনতা নয়
   যুক্তির পরিপূর্ণতা
২
===
   এককে ভাঙতে ভাঙতে
       ভাঙতে ভাঙতে
   যখন কোনো মতে শূন্যে পৌঁছানো গেল না 
   তখন শূন্যকে বললাম মিথ্যা 
    বিশ্বাস করলাম অস্তিত্বে
৩
== 
  এককে ভাঙতে না পেরে
     তাকে ভাগ করতে গেলাম শূন্যর কাটারিতে 
কাটারি জন্মমৃত যুক্তিদের ভাগাড়ের উপর চিল হয়ে উড়ে গেল
      অসীম জন্মালো বোধে
৪
===
সেই থেকে 
এক, শূন্য আর অসীম পাশাপাশি বসে 
  এদিকে অস্তি, ওদিকে নাস্তি
    মাঝে এক
 এককে জানবে কে? 
    দুই কই? সে তো প্রতিভাস 
           একের গর্ভজাত