sumanasya
27 November 2024
এক যে ছিল সাপ
তার বন্ধু বিচ্ছু
নরম ছিল মন
করত নাকো কিচ্ছু
আর এক ছিল নাপিত
ভুলো মন ভারী
দড়ি ভেবে সাপকে ঝুলায়
বিচ্ছুর খোঁজে দাড়ি
সবাই মিলে গেল তারা
পুরীর সমুদ্র নাইতে
সাপের হল ভীষণ জ্বর
বিচ্ছু যায় বৈদ্য ডাকতে
নাপিত গেল গামছা নিয়ে
জগন্নাথকে দেখতে
গিয়ে বলে সমুদ্র কই
এলেম যে গো নাইতে
পাণ্ডা বলে একি পাগল
সমুদ্র তো সেইঠি
নাপিত বলে ন্যাড়া মাথা
চুল কাটিব কৌঠি
বৈদ্য এসে সাপকে বলে
পান্তাভাত আর লস্যি
এ সব খেলেই জ্বর ছাড়বে
দাও এক শিশি নস্যি
ভালোই হল পুরী ঘোরা
সবাই ফিরল বাড়ি
সাপ বিচ্ছু ঘুমিয়ে মোলো
ভাত খেয়ে কাঁড়ি কাঁড়ি
নাপিত খালি বলে বেড়ায় -
উফ জগন্নাথের কি দাড়ি!
সমুদ্র কই পুরীতে গো!
শুধু ভাতই হাঁড়ি হাঁড়ি