Skip to main content

আমি এই জন্য তোমার কাছে আসি না,
      যে তুমি ভীষণ ভালো বলে

আমি এই জন্য তোমায় ভালোবাসি না,
    যে তুমি আমায় ভীষণ ভালোবাসো বলে

আমি এই জন্যে তোমার কাছে আসি,
   কারণ তোমার কাছে এলে,
       আমার নিজের ভালো হতে ইচ্ছা করে

আমি এই জন্যে তোমার কাছে আসি,
      কারণ তোমার কাছে এলে,
       আমার নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে