সৌরভ ভট্টাচার্য
 18 February 2017              
    
  যদি কোনো চিকিৎসক বলেন -
তোমার মাথায় উকুন, দাঁতে পোকা, কানে পুঁজ, জিভে ঘা, গলায় টনসিল, নষ্ট হৃৎপিণ্ড, ছেঁদাওয়ালা ফুসফুস, পাকস্থলী - অন্ত্র - অগ্নাশয় - যকৃত ঘায়ে ম ম, বৃক্ক বিকল, অর্শ, বাত ইত্যাদিই বাস্তব অবস্থা, আর সারাটা শরীর ভরতি জীবাণুই সত্যকারের জীবনী চিত্র.....
তাকে ধিক্কার দিয়ে বেরিয়ে আসব। বলব, এ সবের ঊর্দ্ধে আমার যে স্বাস্থ্য-সুস্থতা - সেই আমার সম্পদ, আমার গর্ব, আমার বেঁচে থাকার রসদ। তাকে যদি দেখতে না পারো, রক্ষা করতে না পারো, তবে তুমি ব্যর্থ।
ঠিক তেমনই, আপনি যত বড়, নামজাদা, দেশ-বিদেশখ্যাত সাহিত্যিক হোন না, আপনি যদি আমার পরাভব, ক্ষুদ্রতা, ক্রুরতার ঊর্দ্ধে আমায় খুঁজে না পান, তবে আপনার বিষাদসিন্ধুজাত কলুষকে দূর থেকেই পেন্নাম সেরে বিদায় নেব। বুঝব আপনি অস্ত্রোপচারে প্রাণরক্ষার থেকে জীবাণুরক্ষার দায় নিয়েছেন বেশি।